ফের করোনার থাবা টলিপাড়ায়। এবার কোভিড-১৯ পজিটিভ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। জানা গিয়েছে অভিনেত্রীর পরিবারের আরও বেশ কয়েকজন সদস্যের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিত্সকের পরামর্শ মেনে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী, তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেই ঘনিষ্ঠ মহলসূত্রে খবর।
করোনা আবহে কাজে ফিরে ছিলেন অপরাজিতা। সম্প্রতি স্টার জলসার কুকারি শো ‘রান্নাবান্না’তে দেখা যাচ্ছিল অপরাজিতা আঢ্যকে। কয়েকদিন আগেই জ্বর হয় অভিনেত্রীর। এরপর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিলেন নায়িকা। তারপরই অভিনেত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে।
টলিউডে করোনা সংক্রমণের শুরুটা হয়েছিল জুলাই মাসে মল্লিক পরিবারের সঙ্গে, তখন কোভিড আক্রান্ত হন কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিকরা। এরপর রাজ চক্রবর্তী থেকে সাম্প্রতিক সময়ে সৌমিত্র চট্টোপাধ্যায় আক্রান্ত হয়েছে করোনাভাইরাসে। এবার কোভিড-১৯ আক্রান্ত তারকাদের তালিকায় যোগ হল অপরাজিতা আঢ্যর নামও।