এবার অ্যান্ড্রয়েড ভার্সনে ফেস আনলক অপশন আনতে চলেছে WhatsApp। এই নতুন অপশনের জেরে এ’বার থেকে ফেস আনলকের মাধ্যমে WhatsApp খুলতে পারবেন ব্যবহারকারীরা।
সম্প্রতি WABetaInfo-র তরফে জানা গিয়েছে, WhatsApp-এর Beta বিল্ড ২.২০.২০৩.৩ ভার্সনে এই অ্যান্ড্রয়েড ফিচার চোখে পড়ে। তবে এই আপডেটের রিলিজ ডেট সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। জানা গিয়েছে, যদি ডিভাইজের মধ্যে যথাযথ সেন্সর থাকে তা হলে অদূর ভবিষ্যতে ফেস রিকগনিশন ফিচারও আসতে চলেছে WhatsApp-এ। বলা বাহুল্য এই ফিচারটি হবে ডিভাইজ সেন্ট্রিক। অর্থাৎ ব্যবহারকারীরা যখন তাঁদের স্মার্টফোন পরিবর্তন করবেন, তখন আবার নতুন করে ফেস আনলক সেট আপ করতে হবে তাঁদের। এই ফেস আনলক ফিচার ছাড়াও WhatsApp বেটা বিল্ড ২.২০.২০৩.৩ ইতিমধ্যেই তার ফিঙ্গারপ্রিন্ট লকটিকে আরও কর্মক্ষম করে তোলার চেষ্টা করছে।
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী Google Play বেটা প্রোগ্রামের সাহায্যে ইতিমধ্যেই এই নির্দিষ্ট ফিচার আপডেটের কাজ শুরু করে দিয়েছে WhatsApp।