সন্ত্রাসদমন ইস্যুতে আন্তর্জাতিক মহলে ফের ধাক্কা খেল পাকিস্তান। প্যারিস স্থিত আন্তর্জাতিক সংস্থা এফএটিএফ-এর ধূসর তালিকাতেই রইল ইমরান খানের দেশ পাকিস্তান। আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই তালিকাভুক্ত হয়েই থাকতে হচ্ছে পাকিস্তানকে।
বিরোধীদের তীব্র সরকারবিরোধী আন্দোলনে তাঁর গদি টলমল। তার উপর সেনাবাহিনীর চাপও রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য ধূসর তালিকা থেকে বেরতে মরিয়া ছিল পাকিস্তান সরকার। কিন্তু এবারও হল না। এই নিয়ে লাগাতার ২ বছর ধরে ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান। এবারও প্য়ারিসের সংস্থার তরফে দেওয়া ২৭ দফা শর্ত পূরণ করতে পারেনি ইমরান খান প্রশাসন।
সন্ত্রাসদমনে প্রচেষ্টার উপর নজর রেখে ধূসর তালিকা থেকে বের করার আবেদন করে তুরস্ক। কিন্তু তাতে রাজি হয়নি এই সংস্থার বাকি ৩৮ সদস্য। সবচেয়ে বেশি আপত্তি জানিয়েছে ভারত। প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে প্যারিসের এই সংস্থার ধূসর তালিকায় রয়েছে পাকিস্তান।