দলীয় কর্মসূচিতে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে ব্যারাকপুরের সাংসদ অর্জপুং সিংয়ের কনভয়। মিনাখা থানার বালির হাটে বাসন্তী হাইওয়েতে গাড়ির টায়ার ফেটে দুর্ঘটনা ঘটেছে। তবে বরাত জোরে বেঁচে গিয়েছেন অর্জুন সিং।
জানা গিয়েছে, মৃত বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার হিঙলগঞ্জ যাচ্ছিলেন অর্জুন সিং। সঙ্গে অন্যান্য গাড়িতে ছিলেন তাঁর নিরাপত্তারক্ষীরা।
দুর্ঘটনার আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। কনভয়ে থাকা অন্য নিরাপত্তারক্ষীরাও উদ্ধারকাজে হাত লাগান। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে উদ্ধার হয় ৩ নিরাপত্তাকর্মীকে। আহতদের নিয়ে যাওয়া হয় ভোজেরহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। জানা গিয়েছে, ১ নিরাপত্তা রক্ষীর অবস্থা গুরুতর। তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে। তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে।