পুজোর অনুদান নিয়ে মমতা সরকারের পাশেই দাঁড়ালেন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
নোবেলজয়ী বলেছেন, ‘‘এটা খারাপ সিদ্ধান্ত নয়। করোনায় সুরক্ষাবিধি মেনে চলার জন্য় অতিরিক্ত খরচ হবে পুজো উদ্যোক্তাদের জন্য়। সেদিকটি মাথায় রেখে এ সিদ্ধান্ত মোটেই খারাপ নয়’’।
উল্লেখ্য, করোনা-কালে এবার বাংলার ৩৬ হাজার ৯৪৬টি পুজোকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলিকে মমতার সরকারি অনুদান ঘোষণার পরই বিভিন্ন মহলে তুমুল সমালোচনা হয়। এমনকি, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও হয়। সেই মামলায় হাইকোর্ট নির্দেশ দেয়, এই টাকা আলঙ্কারিক কোনও খরচে কাজে লাগাতে পারবে না পুজো কমিটি গুলি। এই টাকার ৭৫ শতাংশ খরচ করতে হবে দর্শনার্থীদের স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে। বাকি ২৫ শতাংশ খরচ করতে হবে পুলিশ-জনতা সমন্বয়সাধনে। খরচের বিস্তারিত তথ্য আদালতে পেশ করতে হবে।