ভক্তদের সুসংবাদ দিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তিনি সকলকে জানিয়ে দিলেন ক্যানসারকে জয় করেছেন তিনি।
ফেসবুক পোস্টে সঞ্জয় দত্ত লেখেন, “শেষ কয়েক সপ্তাহ আমি এবং আমার পরিবারের উপর অনেক ঝড় বয়ে গিয়েছে। তবে যেমনটা বলা হয়, ঈশ্বর শক্তিশালী মানুষদেরই কঠিনতম চ্যালেঞ্জের মুখে ফেলেন। আমার খুদেদের জন্মদিনের দিনেই জানাতে চাই সেই লড়াইয়ে জয়ী হয়েছি। জন্মদিনে পরিবারের সকলের কাছে এটাই সবথেকে বড় উপহার।”
বর্তমানে শুটিং থেকে ব্রেক নিয়েছেন নিজের স্বাস্থ্যের জন্য। কয়েকমাস আগেই ফুসফুসে ক্যানসার ধরা পড়ে তাঁর। তারপরেই তিনি ঘোষণা করেন আপাতত সমস্ত শুটিংয়ের কাজ থেকে নিজেকে সরিয়ে নেবেন। মাঝে কোকিলাবেন হাসপাতাল ছাড়া আর বিশেষ কোনো জায়গায় দেখা যায়নি সঞ্জু বাবাকে।