গরমে নাজেহাল অবস্থা। শরীর খারাপ হয়ে যাচ্ছে ঘরে ঘরে। জ্বর–সর্দি লেগেই আছে। উৎসবের মরশুমে এমন আবহাওয়া আগে দেখা যায়নি। এখন জ্বর হলেই করোনাভাইরাস আতঙ্ক চেপে বসছে।
এই পরিস্থিতিতে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এবার বাড়ছে। বৃষ্টি যে আসন্ন তা এই জ্বলীয় বাস্পের পরিমাণ বৃদ্ধি থেকে স্পষ্ট।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৬০ শতাংশ সর্বোচ্চ ৯৫ শতাংশ। এই যে ধারাবাহিক রেকর্ড দেখা গিয়েছে তাতে আবহাওয়া দপ্তর মনে করছে পুজোয় এবার বৃষ্টি হবেই।