দীর্ঘ সময় লকডাউনে ঘরে থাকতে থাকতে মানুষজন ঘরোয়া আরামদায়ক পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্য হয়ে উঠেছে। খোলামেলাপোশাক পড়তেই বেশি পছন্দ করছে । এবারের পুজোর শপিং-ও তার ব্যাপক প্রভাব পড়েছে। মানুষজন আরামদায়ক স্বাচ্ছন্দ্যপূর্ণ ঘরোয়া পোশাকের সঙ্গে বেছে নিচ্ছে ম্যাচিং মাস্কও, মাস্ক ব্যবহার যেহেতু এখন বাধ্যতামূলক হয়ে উঠেছে, তাই পুজোয় ফ্যাশানের কথা মাথায় রেখে তাই চাহিদা বেড়েছে ফ্যাশনেবল মাস্কেরও । শাড়ি যেমন প্রতিবার পছন্দের তালিকায় শীর্ষে থাকে, তেমনই আছে। কিন্তু এবারের মানুষের চাহিদা বেড়েছে খোলামেলা, হাল্কা পোশাকের। সেইসঙ্গে মানানসই মাস্কের ও।
এবছর লকডাউনের মাঝামাঝি থেকেই অনলাইনে নানা সংস্থা অর্ডার নিতে শুরু করেছে রকমারি মাস্কের। একঘেয়ে রঙ ছেড়ে মানুষ ঝুঁকছে রঙ বেরঙের আঁকিবুঁকি করা সুতির কাপড়ের মাস্কের ওপর। হেয়ারব্যান্ড, ব্যান্ডানা, নেল পলিশের মতোই এ বছরের ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠতে চলেছে মুখের মাস্ক।
এবার ২০২০ পুজো মানে তো শুধু প্রতিমা দর্শন নয়, পুজোর ফ্যাশনেও তাক লাগানো! বাজার বলছে, এ বার পুজোর ফ্যাশনে ‘তাক’ লাগানো নয়, মানুষ ঝুঁকছেন অল্প টাকায় হালকা স্বাচ্ছন্দ্যের পোশাকের উপরেই। অবশ্য পোশাক যাই হোক, সঙ্গে চাই-ই চাই মানানসই মাস্ক।