অবশেষে প্রতীক্ষার অবসান।সেই মার্চে আই লিগ জিতেছিল মোহনবাগান। রবিবার আনুষ্ঠানিকভাবে আই লিগ ট্রফি হাতে পেল মোহনবাগান। বাগান খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে সেই ট্রফি তুলে দিয়েছে ফেডারেশন। সেখানে উপস্থিত ছিলেন আই লিগের সিইও সুনন্দ ধর এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
আই লিগ ট্রফির আগমন ঘিরে বাগান সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছিল। রবিবার সেই আবেগের বিস্ফোরণের সাক্ষী থাকল কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে সবুজ-মেরুন পতাকায় ছয়লাপ হয়ে গিয়েছে। বাঁধভাঙা উচ্ছ্বাসে ভেসেছেন সমর্থকরা।
‘জয় মোহনবাগান’ ধব্বনিতে গমগম করছে চারিদিক। শহরের চারিদিকে সবুজ-মেরুন পতাকায় ছয়লাপ। দ্বিতীয়াতেই বাগান সমর্থকদের শুরু হয়ে গেল উৎসব।