ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে এই ‘অপরাধে’ প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় মাথা কেটে খুন করা হল এক শিক্ষককে।ক্লাসে ধর্মনিরপেক্ষতার পাঠ দেওযার সময়ে ইসলাম ধর্মগুরু হজরত মহম্মদের কার্টুন চিত্র তুলে ধরেছিলেন ছাত্রদের সামনে। ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ একে ইসলামি জঙ্গিদের কাজ বলে অভিহিত করেছেন। এবং বিষয়টির কড়া সমালোচনা করেছেন।
প্যারিস থেকে তিরিশ কিলোমিটার দূরে কনফ্লাস সেইন্ট হোনোরাইন। সেখানেই একটি স্কুলে ইতিহাস পড়াতেন ওই শিক্ষক। শুক্রবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ এই ঘটনা ঘটে সেখানেই।
প্রসঙ্গত, ২০১৫ সালে ফ্রান্সের একটি পত্রিকার অফিসে একই কারণে জঙ্গিহানা হয়েছিল।