নিজেস্ব প্রতিবেদনঃ নিক্কো পার্কের পর আজ শনিবার খুলে গেল ইকো পার্ক। লকডাউন ও করোনা আবহের মধ্যে প্রায় সাত মাস বন্ধ থাকার পর পুজোর মুখে ণীক্কো পার্কের পর ইকো পার্ক খোলার খবরে আনন্দে মেতে উঠলো কলকাতাবাসী। পিকনিক হোক বা কোন অনুষ্ঠান সবের জন্যই ইকো পার্ক সকলের পছন্দের জায়গা। শনিবার ইকো পার্ক খোলার আগে শুক্রবার বিকেলে সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন ও অন্যান্য আধিকারিকেরা।
সব রকমের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি গোটা পার্ক এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে বলে উদ্যান কর্তৃপক্ষের তরফে থেকে জানা গিয়েছে। ইকো পার্কে ঢোকার প্রতিটি প্রবেশপথে ব্যবস্থা থাকছে জীবাণুমুক্ত করা ও তাপমাত্রা পরীক্ষা করার। এর সাথে সাথে মাস্ক পরা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, মাস্ক ছাড়া ভিতরে প্রবেশ নিষেধ।
পার্কের মধ্যে দূরত্ব বজায় রাখা বিষয়টির উপরও জোর দিয়ে পার্ক এলাকায় বড় বড় করে গোল দাগ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও, নজরদারির জন্য রয়েছে ৭২টি সিসিটিভি ক্যামেরা। পার্কের রাইডস আপাততও বন্ধ রাখা হয়েছে।