লখনউ: ফের বিতর্কের শিরোনামে কৃষ্ণ জন্মভূমি।কৃষ্ণ জন্মভূমি থেকে মসজিদ সরানোর মামলায় বড় পদক্ষেপ মথুরার আদালতের। শুক্রবার মথুরা জেলা আদালতের বিচারক মামলাটি গ্রহণ করেছেন।
মথুরায় শ্রীকৃষ্ণ বিরাজমানের জন্মভূমির অধিকার এবং সেই জমিতে অবস্থিত মসজিদ সরানোর দাবিতে এই মামলা দায়ের হয়েছিল। গত ২৬ সেপ্টেম্বর মামলাটির বিষয় প্রথম খবর হয়। তখন শ্রীকৃষ্ণ বিরাজমানের তরফে তাঁর ভক্তদের একটি প্রতিনিধি দল মথুরার আদালতে মামলা দায়ের করেন। কৃষ্ণ জন্মভূমির জমি থেকে ইদগা সরানোর দাবি জানিয়ে মামলা করেন তাঁরা। তাঁদের দাবি ছিল, সপ্তদশ শতাব্দীতে মন্দিরের একাংশ ভেঙে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মসজিদ বানানোর নির্দেশ দেন।
যদিও গত ২ অক্টোবর মথুরার আদালত মামলাটি খারিজ করে দেয়। অতিরিক্ত জেলা দায়রা বিচারক ছায়া শর্মা তখন মামলাটি খারিজ করে দেন। মামলাকারীদের কোনওভাবে পাত্তা দিতে রাজি হননি বিচারক। কিন্তু শুক্রবার বিচারক সাধনা রানি মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন। আগামী ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হবে।