পুজো বাকি হাতে গোনা কয়েকটা দিন, তবে কি উৎসবের আনন্দে পরতে পারে ভাটা? আজ কলকাতায় রোদের উষ্ণতায় হিমশিম খাছে মানুষজন,কিন্তু আবহাওয়া দপফতর জানিয়েছে বেলা বাড়ার সাথে সাথে কমতে থাকবে রোদের তেজ, এবং বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভবনা দেখা যাবে, এবং ঘূর্ণিঝড় নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গপসাগরের দিকে এগিয়ে আসবে, যার প্রভাব পরতে পারে উপকূলের ওপর।
খবর সূত্রে জানা গিয়েছে ষষ্ঠী থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভবনা রয়েছে, দক্ষিণবঙ্গ এবং মালদা জেলায় বৃষ্টির সম্ভবনা সব থেকে বেসি,তবে অষ্টমী দিন উত্তরবঙ্গে ও ভারী বৃষ্টি হতে পারে।
নিম্নচাপটি কতটা বাড়বে, সে ব্যাপারে এখন ও পর্যন্ত তেমন কোনও খবর পাওয়া যায়নি, তবে তার প্রভাব গোটা পুজোতেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এটা নিশ্চিত।