সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা মুক্তির পরের দিনই সংক্রমিত বাংলার গায়ক কুমার শানু। গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘ শানু দা করোনা আক্রান্ত। সবাই ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’ আপাতত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন।
কয়েক দিন আগে একটি গানের রিয়ালিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনার বিরুদ্ধে লড়াই করা নিয়ে এমনিতেই চিন্তায় রয়েছে বাঙালি। তার মধ্যে কুমার শানুর করোনা আক্রান্ত হওয়ার খবর চিন্তায় সকলে। তবে, কুমার শানুর উপসর্গ থাকলেও তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তাঁর পরিবার।
উল্লেখ্য, স্টার জলসার সুপারস্টার জুনিয়র বলে একটা অনুষ্ঠানের জাজ ছিলেন কুমার শানু। এবছর সুপার সিঙ্গার বড়দের প্রতিযোগিতায় তাঁর থাকার কথা থাকলেও শেষঅবধি তাঁকে সেখানে দেখা যায়নি।