ওয়েবডেস্ক: অবশেষে সাত মাস পর খুলছে মন্দির। শনিবার ভোর থেকে ভক্তরা প্রবেশ করতে পারবেন মন্দিরে। তার আগে করাতে হবে কোভিড পরীক্ষা। কোভিডের কারণে ২৪ মার্চ থেকে বন্ধ ছিল কেরলের শবরীমালা মন্দির।
রিপোর্ট নেগেটিভ হলে তবেই প্রবেশ করতে পারবেন ভক্তরা। তবে সেই পরীক্ষা দর্শনের ৪৮ ঘণ্টা আগে করাতে হবে। নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। ভক্তদের মানতে হবে কোভিড বিধি। আপাতত ১০ থেকে ৬০ বছর বয়সি ভক্তরাই শুধু দর্শন করতে পারবেন । তার আগে অন্যান্য শারীরিক পরীক্ষাও করাতে হবে। সুস্থতার শংসাপত্র দেখে তবেই অনুমতি দেওয়া হবে।
সংক্রমণ এড়াতে এখন পাম্বা নদীতে পুণ্যস্নানের অনুমতি দেওয়া হয়নি। পাহাড়ের পাদদেশে বেস ক্যাম্পে রাত্রিবাসও করতে পারবেন না ভক্তরা। প্রত্যেক দিন মাত্র ২৫০ জন ভক্তই মন্দিরে ঢুকতে পারবেন। পরের মাস থেকেই শুরু বার্ষিক দর্শনের মরসুম শুরু হচ্ছে শবরীমালায়। গত বছর পর্যন্ত হাজার হাজার ভক্ত সমাবেশ হত মন্দিরে।
এবার সেই নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুনে দেশের প্রায় সব ধর্মস্থানই খুলে যায়। কিন্তু প্রধান পুরোহিতের সঙ্গে আলোচনা করে এই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।