পুজো উপলক্ষ্যে ৩৯২ টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। উৎসবের সময়ে আন্তরাজ্য পরিবহণকে সক্রিয় রাখার উদ্দেশ্যেই এই ট্রেন চালানোর উদ্দেশ্য।২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা এই বিশেষ ট্রেনের বেশ কয়েকটিই নিয়মিত ছাড়বে কলকাতা, শিয়ালদহ, নিউজ জলপাইগুড়ি স্টেশন থেকে।
রেল বোর্ড সূত্রে খবর, রাজ্য পাচ্ছে মোট ৬৬ টি ট্রেন।এর ভাড়া আর পাঁচ বিশেষ ট্রেনের ভাড়ার মতোই। অর্থাৎ সাধারণ দূরপাল্লার ট্রেনের ভাড়ার থেকে ১০-৩০ শতাংশ বেশি।
ইতিমধ্যেই উৎসব স্পেশ্যাল ট্রেন কোন জোনে কতগুলি চলবে তার একটি বিস্তারিত তালিকা তৈরি করেছে। ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল মোট ২০০টি ট্রেন চলতে পারে পুজোর মরসুমে। কিন্তু সেই সংখ্যাটাই বাড়ি ১৫৮ জোড়া করছে রেল।
উল্লেখ্য ২৫ মার্চ থেকে দেশে থমকে রয়েছে রেলওয়ে পরিষেবা। মে মাস থেকে ধাপে ধাপে স্পেশ্যাল ট্রেনের বন্দোবস্ত করেছে ভারতীয় রেল। তবে এখনও রাজ্যের লোকাল ট্রেন পরিষেবা বন্ধই রয়েছে।