রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১৯৪/২ (২০ ওভার)
কলকাতা নাইট রাইডার্স: ১১২/৯ (২০ ওভার)
৮২ রানে জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ম্যান অফ দ্য ম্যাচ- এবি ডেভিলিয়ার্স
এতদিন শারজায় যে ক’টা ম্যাচ হয়েছে, তাতে শুধু রানের ফুলঝুড়িই দেখা গিয়েছে ৷ এদিন কিন্তু অন্য দৃশ্যই দেখা গিয়েছে ৷ টুর্নামেন্ট যতো এগোচ্ছে মরুশহরের পিচও ততোই স্লো হচ্ছে ৷ ব্যাটসম্যানদের বড় শট নিতে কিছুটা সমস্যা হচ্ছে ৷ তবে মন্থর পিচের সুবিধা এদিন ভালমতো নিতে সফল আরসিবি-র বোলাররা ৷
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করে ২ উইকেটে ১৯৪ রান। দলের বড় স্কোরের পিছনে সবচেয়ে বড় ভূমিকা সেই ‘৩৬০ এবিডি’-রই ৷ এদিন ডেভিলিয়ার্স খেলেন ৩৩ বলে ৭৩ রানের আরও একটি বিধ্বংসী ইনিংস। তাঁর ইনিংসটি সাজানো ছিল পাঁচটি চার ও ছটি ছক্কায়। এবিডি জ্বলে ওঠার ফলেই ব্যাঙ্গালোর স্কোর বোর্ডে ১৯৪ রান তুলতে সফল হয়। অথচ একটা সময়ে কলকাতার বোলারদের বিরুদ্ধে রান তোলার গতি বাড়াতেই পারছিলেন না বিরাট কোহলিরা।
সোমবারের ম্যাচ জিতে লিগ টেবলে কেকেআরকে টপকে তিন নম্বরে উঠে এল আরসিবি ৷ বিরাটদের সংগ্রহে এখন ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট ৷ ৮ পয়েন্ট নিয়ে আপাতত চতুর্থ স্থানে নাইটরা ৷