এবার বন্ধু দেশ চিনকে ধোঁকা দিয়ে জনপ্রিয় অ্যাপ TikTok নিষিদ্ধ করল পাকিস্তান। শুক্রবারই ওই দেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা এই বিষয়ে জানিয়েছে, এই অ্যাপের কনটেন্ট অত্যন্ত জঘন্য। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে অভিযোগ আসছিল TikTok অ্যাপের কুরুচিকর কনটেন্ট নিয়ে। তাই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এই সিদ্ধান্তে একপ্রকার ধাক্কা খেল পরম বন্ধু দেশ চিন। তবে কনটেন্ট গ্রহণযোগ্য হলে তবেই ফের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তানের টেলিকমিউনিকেশন সংস্থা।
এই বিষয়ে TikTok-এর তরফে জানানো হয়েছে, তারা লাগাতার টেলিকম নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে। দেশের সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা কাজ করতে আগ্রহী। তবে শীঘ্রই সমাধান সূত্র বেরোবে বলে আশাবাদী TikTok।