শুক্রবার ফেসবুকে শুধু ‘কোভিড পজিটিভ’— এটুকু লিখে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানালেন সদ্যনিযুক্ত বিজেপি–র সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। এর পাশাপাশি অন্য কিছু উপসর্গও দেখা দেয়। বৃহস্পতিবার করোনা পরীক্ষা করালে এদিন সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে।
কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কর্মিসভায় অনুপম বলেছিলেন, তাঁর করোনা ধরা পড়লে আগেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন।
এদিকে, অনুপম হাজরার করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। ফেসবুকে তিনি লিখেছেন, ‘যিনি বলেছিলেন করোনা হলে তিনি দিদিকে জড়িয়ে ধরবেন, তাঁর সত্যি সত্যিই করোনা হল! ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) মধ্যে স্বয়ং দুর্গা বাস করেন, মহামায়ার ক্ষতি কামনা করে নিজে ভাল থাকা যায় না।’