বড় রাস্তা রক্ষণাবেক্ষণের জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ির ফুলবাড়ি থেকে বৃহস্পতিবার রাজ্যের পঞ্চায়েত দফতরের ‘পথশ্রী অভিযান’ প্রকল্পের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন জেলায় ১২ হাজার কিলোমিটার গ্ৰামীণ রাস্তা নতুন করে তৈরি করা হবে। এদিন মুখ্যমন্ত্রী ফুলবাড়ির রাজগঞ্জ ব্লকের পূর্ব ধানতলা গ্রামে সেই কাজেরই সূচনা করলেন।
জানা গিয়েছে, রাজ্য জুড়ে আমফান–সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু গ্রামীণ রাস্তা। সেগুলিকে যানবাহন চলার উপযুক্ত করে তোলার জন্যই এই পথশ্রী অভিযানের সূচনা। এই উদ্বোধনের কাজ এদিন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রাজ্যের সমস্ত জেলায় ১২ হাজার কিলোমিটার রাস্তায় চলবে। এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠানমঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপাতত ১২ হাজার কিলোমিটার, পরে আরও গ্রামীণ রাস্তার সংস্কারের কাজ করা হবে।’
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, যে সব প্রধান রাস্তা যা পূর্ত দফতর রক্ষণাবেক্ষণ করছে সেই কাজও দ্রুত শেষ করতে বলা হয়েছে।