লা লিগা অভিযানের শুরুতেই ৪-০ গোলে জিতল বার্সেলোনা। রোনাল্ড কোম্যানের অভিষেক ম্যাচই গোল করে স্মরণীয় হয়ে রাখলেন মেসি। বার্সার নতুন টিনএজ তারকা আনসু ফাতি স্বপ্নের ছন্দে রয়েছেন। জোড়া গোল করলেন তিনিও। ১৫ মিনিটে জর্দি আলবার সঙ্গে জুটিতে গোলের শুরু করে যান তিনি। ঠিক চার মিনিটের মাথায় আরো একটি গোল করে যান ঠান্ডা মাথায়।
১৭ বছরের এই বার্সা তারকা এই নিয়ে সিনিয়র দলে দ্বিতীয় মরশুম খেলতে নেমেছেন। গত মরশুমে বার্সার একাধিক খারাপ খবরের মধ্যে একটাই পজিটিভ বিষয় ছিল আনসু ফাতির উত্থান। ৩৫ মিনিটে ফাতি একটি পেলান্টি আদায় করে নেন। সেখান থেকে ফিনিশ করেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিলারিয়েলের হয়ে আত্মঘাতী গোল করে ব্যবধান ৪-০ করেন পাউ তোরেস। এরপরে বার্সা দ্বিতীয়ার্ধ জুড়ে আধিপত্য নিয়ে খেললেও অবশ্য গোল আসেনি।