বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের করোনা আক্রান্ত হওয়ার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় মালাইকা জানালেন অর্জুনের মতো তিনিও করোনায় আক্রান্ত ৷ সোশ্যাস মিডিয়ায় পোস্ট করে মালাইকা বলেছেন, উপসর্গ খুব অল্প, তাই চিকিৎসক বলেছেন বাড়িতেই কোয়ারেন্টাইন থাকতে !
তবে ঘরবন্দি হয়ে থেকে যেন মালাইকা বিরক্ত হয়ে উঠেছেন ৷ আর সেই কারণেই সারাটা দিন সোশ্যাল নেটওয়ার্কেই নিজেকে ব্যস্ত রেখেছেন ৷ একের পর এক ছবিও দিচ্ছেন মালাইকা ৷
এমনিতেও মালাইকা খুবই বেশিমাত্রায় সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ ৷ কখন কী করেন, কখন কোথায় যান সবই মোটামুটি আপডেট দিতেন ৷ এমনকী, অর্জুনের সঙ্গে তাঁর প্রেমের বহরও পরিষ্কার করেছেন ইনস্টাগ্রামে ৷

তবে এবার ঘরবন্দি হওয়ার বিরক্তের চোটে মালাইকা লিখলেন, ‘আরে ভাই কেউ জলদি ভ্যাকসিন বের করে দাও, আমার যৌবন তো শেষের পথে !’ মালাইকার এই পোস্ট দারুণ ভাইরাল ইন্টারনেটে ৷