পশ্চিমবঙ্গে বরাবরই বাংলাদেশের সুস্বাদু ইলিশের বিশেষ চাহিদা রয়েছে। স্বাদের কারণে ‘পদ্মার ইলিশ’-এর জন্য উচ্চমূল্য দিতে পিছপা নন মৎস্যপ্রেমী বাঙালি।
মাছ আমদানি সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানালেন, “ভারতে ইলিশ রফতানির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন প্রায় ২০০ জন রফতানিকারী। এর মধ্যে মাত্র ৯ জনকে ইলিশ রফতানির বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।”
আগামী সপ্তাহের মধ্যে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতায় ইলিশ রফতানি করা হবে বলে জানিয়েছেন তিনি।
হাওড়া পাইকারি মাছের বাজারের সম্পাদক মকসুদ বলেছেন, “আকার অনুযায়ী ভারতে ইলিশের পাইকারি দাম প্রতি কেজি ৮০০-১০০০ টাকা দাঁড়াবে।”
২০১২ সালের ২৮ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে সাময়িকভাবে ইলিশের রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল সরকার। তবে দুর্গাপূজার উপহার হিসাবে 500 টন ইলিশ মাছ ভারতে পাঠানো হয়েছিল। ওই বছরের 10 ই অক্টোবরের পর ভারতে বাংলাদেশের ইলিশ রফতানি পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এ বছর পশ্চিমবঙ্গের বাজারগুলিতে ইলিশ মিললেও, চাহিদার তুলনায় তা অত্যন্ত অপ্রতুল। তাই ইলিশের দামও বেশ চড়া।