Viral Video: বিদায়ের সময় মা’কে কাঁদতে দেখে কনের মুখে হাসির রেখা, দেখুন ভিডিও

83

পরিবারের থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে হাসি কনের মুখে। এমনিতেই বিয়ের ভিডিও টিকটকে খুবই জনপ্রিয় হয়। তারপর সেটি ফেসবুক ও টুইটারেও শেয়ার হতে দেখা যায়। তেমনই এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পরিবারের থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কনে হাসতে শুরু করে। ভিডিওটি এখনও পর্যন্ত ৩০ লক্ষ বার দেখা হয়েছে। নেটিজেনদের খুবই পছন্দ হয়েছে ভিডিওটি।

টিকটকের এই ভিডিওয়তে দেখা যাচ্ছে, বিদায়ের সময় মা’কে কাঁদতে দেখে কনের মুখে হাসির রেখা খেলা করছে। তিনি মায়ের গালে হাত দিয়ে বলেন, ‘‘ওহ মাইয়া…”

দেখুন ভিডিওটি:

@raashiichanda

##royi nahi dulhan 🤣🤣🤣🤣🤣 ##MatteInkChallenge ##duet ##foryou ##foryoupage @tiktok @tiktok_india

♬ original sound – Raashii Chanda

রাশি চন্দ নামের এক টিকটক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেন। ভিডিওর ভিউ ছাড়িয়ে গিয়েছে ৩০ লক্ষ। পড়েছে ৩ লক্ষ লাইক। কমেন্ট পড়েছে ১৩০০-রও বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here