বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খারাপ পারফরম্যান্স করার জন্য দল থেকে বাদ পড়লেন কেএল রাহুল । দলে এলেন তরুণ ক্রিকেটার শুবমান গিল। ওই মুহূর্তে আইসিসির টেস্ট ক্রমপর্যায়ে শীর্ষে ভারত। তাদের প্রাপ্ত পয়েন্ট ১২০। নির্বাচকদের চেয়ারম্যান এমএসকে প্রসাদ সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘আমরা রোহিত শর্মাকে টেস্টে ওপেন করার সুযোগ দিতে চাই।” ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকা পেসার উমেশ যাদবকেও বাদ দেওয়া হয়েছে। সফরে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর ভিজিয়ানাগ্রামে বোর্ড সভাপতি একাদশের সঙ্গে। ওই ম্যাচে বোর্ড সভাপতি একাদশের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
৩ টেস্টের জন্য ভারতীয় দল:
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, শুবমান গিল।