৪০ কোটি ফেসবুক (Facebook) ব্যবহারকারীদের ফোন নম্বর ফাঁসের অভিযোগ উঠল। মার্কিন এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে ৪১ কোটি ৯০ লক্ষ ফেসবুক ব্যবহারকারীর (Facebook User) রেকর্ড তুলে রাখা হয়েছে এক সার্ভারে। টেকনোলজির সংবাদদাতা এক খবরের ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানাচ্ছে, এর মধ্যে ১৩ কোটি ৩০ লক্ষ মার্কিন অ্যাকাউন্ট, ভিয়েতনামের ৫ কোটি এবং ব্রিটেনের ১ কোটি ৮০ লক্ষ ব্রিটেনের অ্যাকাউন্ট রয়েছে। ওই ডেটাবেসে কোনও পাসওয়ার্ড দেওয়া নেই। যে কেউই চাইলেই ওই তথ্য পেতে পারে। বুধবার পর্যন্ত তা অনলাইনই রয়েছে বলে টেকক্রাঞ্চ জানাচ্ছে। ওই ডেটাবেসে রয়েছে ফেসবুক ব্যবহারকারীদের ইউজার আইডি। প্রত্যেক অ্যাকাউন্টের সঙ্গেই নির্দিষ্ট সংখ্যা যুক্ত থাকে।
সংবাদমাধ্যমটির দাবি, এই ৪২ কোটির মধ্যে প্রায় সাড়ে ১৩ কোটি অ্যাকাউন্ট আমেরিকার, ভিয়েতনামের ৫ কোটি এবং ব্রিটেনের প্রায় ২ কোটি। বাকি অ্যাকাউন্ট অন্য দেশের বলে জানা গিয়েছে। কিন্তু কী ভাবে এই বিপুল সংখ্যক ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস হয়ে গেল? এর একটা ব্যাখ্যাও দিয়েছে ‘টেক ক্রাঞ্চ’। তাদের দাবি, ফেসবুক তাদের গ্রাহকদের ফোন নম্বর যে সার্ভারে মজুত রাখে, তা একেবারেই সুরক্ষিত নয়। ফলে সেই সার্ভারের পাসওয়ার্ড খুব সহজেই হ্যাক করা যায়। এবং এ ক্ষেত্রেও সেটাই হয়েছে।