- Advertisement -
- Advertisement -
মেট্রোর সুড়ঙ্গে বিপর্যয়ে বৌবাজারে ঘরছাড়া হয়েছেন বহু পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রো কর্তৃপক্ষের কাছে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার দাবি করেছিলেন। শুরু হয়ে গেল সেই ক্ষতিপূরণ দেওয়ার কাজ। এ দিন ১৯ জন ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ লক্ষ টাকার চেক দিল কলকাতা মেট্রো কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)।
মেট্রো সূত্রে খবর, গত এক সপ্তাহে প্রায় ৬০০ জনকে বৌবাজার এলাকা থেকে সরিয়ে আনা হয়েছে। কলকাতার বিভিন্ন হোটেলে তাদের থাকা-খাওয়ার বন্দোবস্ত করছেন মেট্রো কর্তৃপক্ষই। দেশ-বিদেশের সুড়ঙ্গ বিশেষজ্ঞ, ভূতত্ত্ববিদরা লাগাতার কাজ করে চলেছেন। পরিস্থিতি অনেকটাই সামাল দেওয়া গিয়েছে বলে দাবি কেএমআরসিএল-এর।
- Advertisement -