- Advertisement -
- Advertisement -
প্রথমবারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে মিস ইউনিভার্স। ভারতে এই প্রতিযোগিতা দীর্ঘদিন ধরেই আয়োজিত হচ্ছে, তবে বাংলাদেশে এবারই প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন ১৯৯৪ সালের ‘মিস ইউনিভার্স’ ও বলিউড তারকা সুস্মিতা সেন।
বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন তিনি। আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আয়োজনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠান।
জানা গেছে, আগামী ২৩ অক্টোবর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বিজয়ী অংশ নেবেন দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায়।
- Advertisement -