পুজোর আগেই ১০০টি নতুন ইলেকট্রিক বাস আসতে চলেছে কলকাতাতে। বৃহস্পতিবার এই সুখবর জানায় কেন্দ্রীয় মন্ত্রক। কেন্দ্রের মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলেন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমিয়ে পরিবেশ দূষণ রোধে এবং দেশের পেট্রোলিয়াম আমদানির খরচে লাগাম টানতে ‘FAME 2′ প্রকল্পের আওতায় এই বিশেষ যান পেতে চলেছে শহর ।
তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ সরকার যদি শহরকে দূষণ মুক্ত করতে আরও এই ধরনের বিশেষ বাস চায় তাহলে তা সরবরাহ করতে কেন্দ্র রাজি। এবং খুব শীঘ্রই শহরে আসছে এই বাস। রাজ্য সরকার যদি কোনও নির্দিষ্ট রুটে বৈদ্যুতিক চার্জিং পয়েন্ট চায়, তার ব্যবস্থা করতেও প্রস্তুত কেন্দ্র। “
যদিও এই নিয়ে প্রবল বিরোধিতা করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জনপথ মন্ত্রী নিতিন গড়কড়ি সহ দেশের দক্ষিণ অংশের রাজনীতিবিদেরা। পরে অবশ্য তিনি দক্ষিণের বাকি রাজ্যের মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে এর স্বপক্ষে রায় দেন।