সামনেই Vijay Hazare Trophy। তার জন্য সোমবার ৫০ জনের প্রাথমিক দল ঘোষণা করে দিল দিল্লি এবং ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন। আর তাতে রাখা হয়েছে ভারত অধিনায়ক Virat Kohli -কে। সেই তালিকায় তিনি ছাড়াও রয়ছে বেশ কিছু বড় নাম। যাঁরা সেই সময় থাকবেন তাঁদের সকলকে মঙ্গলবার সকাল আটটার মধ্যে হেড কোচ কেপি ভাস্করের সঙ্গে ফিরোজ শাহ কোটলার মাঠে দেখা করতে বলা হয়েছে। DDCA টুইট করে জানায়, প্রাথমিক তালিকায় রয়েছেন শিখৱ ধাওয়ান ঋষভ পন্থ এবং ইশান্ত শর্মাকেও রাখা হয়েছে।
যে সব প্লেয়াররা প্রাথমিক দলে রয়েছেন তাঁদের সবাইকে ফিরোজ শাহ কোটলায় মঙ্গলবার সকাল আটটায় রিপোর্ট করতে বলেছে ডিডিসিএ।
গত মরসুমে বিজয় হাজারে ট্রফিতে দিল্লি রানার্স রয়েছিল। এই বছর বিজয় হাজারে ট্রফি খেলা হবে ২৪ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর।
গত ২৭ অগস্ট প্রয়াত অরুণ জেটলির নামে ফিরজো শাহ কোটলা স্টেডিয়ামের নাম করার কথা ঘোষণা করে ডিডিসিএ। নতুন নামের স্টেডিয়ামেই হবে বিজয় হাজারে ট্রফি।
২৪ অগস্ট প্রয়াত হন জেটলি।। তিনি ডিডিসিএ-র প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন।