- Advertisement -
- Advertisement -
দেবী সরস্বতীর সাক্ষাৎ বরপুত্রী। তিনি লতা মঙ্গেশকর । দেশের গর্ব। ২৮ সেপ্টেম্বর তিনি পা রাখবেন ৯০ বছর বয়সে। ওইদিন নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে তাঁকে উপহার হিসেবে তুলে দেওয়া হবে ‘ডটার অফ নেশান’ সম্মান । কেন্দ্রের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে বলে খবর। ভারতীয় সিনেমায় কয়েক দশক ধরে তাঁর অবদানকে সম্মান জানিয়েই এই বিশেষ খেতাব তুলে দেওয়া হবে বলে জানা গেছে।
সঙ্গীত দুনিয়ায় তাঁর এত বছরের অবদান ভোলার নয়। তাই কেন্দ্রের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক দফকর থেকে এই খবর জানিয়ে বলা হয়েছে, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। খবর প্রকাশ্যে আসার পরেই ভক্তরা অপ্লাুত। তাঁরা অভিনন্দন জানিয়েছেন লতাজিকে। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি কোকিলকণ্ঠী।
- Advertisement -