গণেশ পুজো উপলক্ষে মানিকতলা এলাকার ২০ নম্বর মুরারিপুকুর লেনে একটি জলসার আয়োজন করা হয়েছিল। জলসা শেষে ওই গায়িকাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। এ নিয়ে ওই মহিলা মানিকতলা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা সুরজিৎ সাহা ওরফে ভানু পলাতক।
গানের অনুষ্ঠান করতে রাত ১১টা নাগাদ স্টেজে উঠেছিলেন ওই গায়িকা। গান গাওয়ার পর, স্টেজের পিছনের গ্রিনরুমে যানে ওই গায়িকা। তাঁর অভিযোগ, গ্রিনরুমে ঢোকার কিছু ক্ষণ পর সেখানে আসেন ভানু। সবাইকে জোর করে গ্রিনরুমের বাইরে বার করে দেওয়ার পর ওই গায়িকাকে হেনস্থা করা হয়। ওই গায়িকা নিউটাউন এলাকার বাসিন্দা। শনিবার তিনি বলেন, “নিজেকে তৃণমূল নেতা বলে পরিচয় দেন ভানু। অনুষ্ঠান শেষে গ্রিনরুমের দরজা বন্ধ করে আমার উপর নির্যাতন চালানো হয়েছে। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে। মত্ত অবস্থায় এই কাজ করেছে ভানু।”