- Advertisement -
- Advertisement -
স্রেফ একখানা হাফ প্যান্ট পরে কোনও এক রাস্তায় হতোদ্যম হয়ে বসে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাট নিজে এই ছবিতে অস্বাভাবিত কিছু রয়েছে বলে মনে করেননি। নিজের ক্যাপশনে তিনি আপাতত তাই লিখেছেন । তিনি লিখেছেন -” যতক্ষণ পর্যন্ত আমরা অন্তরে উঁকি দিয়ে দেখি ততক্ষণ বাইরে দেখার প্রয়োজন হয় না। ” নিয়মের বাইরে গিয়ে বিরাটের এই খালি গায়ের ছবি তাই তাঁর ভক্তরা ভালভাবে নিতে পারলেন না। কেউ লিখলেন, এমন ক্যাপশন আপনি জামা পরা ছবি দিয়েও পোস্ট করতে পারতেন! কী এমন মানে বদলে যেত! আবার কেউ লিখলেন – রোহিত শর্মার ফ্যানরা ধরে কোহলির এমন অবস্থা করে দিয়েছেন!
এই নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে অধিনায়ক বিরাট কোহলি।
- Advertisement -