IPL 2021 পুনরায় শুরুর আগে দেখে নিন পয়েন্ট টেবিলের অবস্থান

35

এবার স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়র লিগ পুনরায় শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে।তার আগে একনজরে দেখে নেওয়া যাক ইন্ডিয়ান প্রিমিয়র লিগের প্রথমার্ধের ২৯টি ম্যাচের শেষে পয়েন্ট টেবিলে কোন দল কোথায় অবস্থান করছে।

আইপিএল ২০২১-এর পয়েন্ট টেবিল:-

১. দিল্লি ক্যাপিটালস: ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দিল্লি রয়েছে শীর্ষে। তাদের নেট রান-রেট +০.৫৪৭।

২.সিএসকে: ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস রয়েছে দ্বিতীয় স্থানে। তাদের নেট রান-রেট +১.২৬৩।

৩. আরসিবি: ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ব্যাঙ্গালোর অবস্থান করছে তিন নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৭১।

৪. মুম্বই ইন্ডিয়ান্স: ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মুম্বই রয়েছে চার নম্বরে। তাদের নেট রান-রেট +০.০৬২।

৫. রাজস্থান রয়্যালস: ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়েছে পাঁচ নম্বরে। তাদের নেট রান-রেট -০.১৯০।

৬. পঞ্জাব কিংস: ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পঞ্জাব রয়েছে ছয় নম্বরে। তাদের নেট রান-রেট -০.৩৬৮।

৭. কেকেআর: ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে সাত নম্বরে। তাদের নেট রান-রেট -০.৪৯৪।

৮. সানরাইজার্স: ৭ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ রয়েছে আট নম্বরে। তাদের নেট রান-রেট -০.৬২৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here